সম্প্রতি আইকিউএসি-এর কনফারেন্স রুমে ‘টিচিং-লার্নিং, কারিকুলাম অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন অ্যাকাডেমিক প্রোগামের সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সম্পাদনের জন্য শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সরকারের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর আওতায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
আশাইউবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. একেএম হেলাল-উজ-জামান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর পরিচালক অধ্যাপক ড. এম. মোজাহার আলী মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আশাইউবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আশাইউবি’র ইংরেজি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মোট ৩৩ জন শিক্ষক উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন