কর্পোরেট রিপোর্টার : আগামী ১৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্যদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার। আগামী ২০ নভেম্বর রোববার নির্বাচন। প্রথম নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা ২১ জনের মধ্যে ২০ জন তাদের মনোনয়নপত্রের মধ্যে ১৫টি পদে ১৫ জন নির্বাচিত হবেন। নির্বাচিত ১৫ জনের ভেতর থেকেই পরে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। যদি এদিন কেউ মনোনয়ন প্রত্যাহার করে না নেন তবে এই ২০ জনই নির্বাচনে লড়বেন। প্রাপ্ত তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। ২৪১ জন সদস্য ভোটের মাধ্যমে নতুন কমিটির জন্য ১৫ সদস্যের একটি প্যানেল নির্বাচিত করবেন। এই প্যানেল থেকেই পরে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন- গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ। এছাড়া গঠন করা হয়েছে তিন সদস্যের আপিল বোর্ড। এর মধ্যে আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী। এবার ডি-মিউচুয়ালাইজেশন পরবর্তী প্রথম নির্বাচন হওয়ায় ডিএসইর ভাবমর্যাদা এবং গোটা পুঁজিবাজারের উন্নয়নের জন্য নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন