শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পটিয়ায় জশনে জুলুছ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

গাউসুল আজম সুলতানপুরী হাইদগাঁও সাতগাছিয়া দরবারের হুজুর আল্লামা শাহ সূফী মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী বলেছেন, মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ মোস্তাফা (সা.) এর পথ অনুসরণ করা ছাড়া আমাদের মুক্তি মিলবে না। আউলিয়া কেরাম পীর মশায়েখ এর নির্দেশনা মতে আমাদের চলতে হবে। কুরআন অবমাননাকারীদের বিচার আল্লাহ নিজেই করবেন। তাই বিশৃঙ্খলা না করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।
গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় জশনে জুলুছ শেষে পটিয়া উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে এক বিশাল জশনে জুলুছের র‌্যালি পটিয়া বাইপাশের গিরি চৌধুরী বাজার থেকে পটিয়া পৌর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। মাহফিলের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি আবুল মুজতবা শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী। পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল। যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক বদিউল আলম, প্রিন্সিপাল আলা উদ্দীন জিহাদী, হাফেজ আহমেদ আলা কাদেরী, আ.লীগ নেতা আবদুল খালেক, সূফী ফজল আহমেদ, আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী দ.জেলার সভাপতি নুুরুল ইসলাম নুরু, আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন। মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন