সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে আজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:৪৮ পিএম

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন শেষ করতে যাচ্ছে মেলবোর্ন। আজ রোববারই ২৬২ দিন পর স্বাভাবিক জীবনে ফিরছে অস্ট্রেলিয়ার শহরটি। রোববার (১৭ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু এই ঘোষণা দেন।
অ্যান্ড্রু জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করা হবে। থাকবে না কারফিউ, চলাচলের ওপর কোন নিষেধাজ্ঞাও। তবে বাড়িতে আয়োজন করা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ১০ জন মানুষ। আর বাইরের আয়োজনে জড়ো হতে পারবেন ১৫ থেকে সর্বোচ্চ ৫০ জন। রাজ্যটিতে পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণ ৭০ শতাংশের পৌঁছানোর পরই গৃহীত হলো এ সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে ছ’দফায় শহরটিতে জারি করা হয় লকডাউন। কঠোর বিধিনিষেধ মেনে চলছিলেন মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দা। গোটা বিশ্বের মধ্যে করোনা মহামারি মোকাবেলায় সবচেয়ে দীর্ঘদিন লকডাউন মেনে চলেছে মেলবোর্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন