রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেডিকেল ভর্তি শুরু ২০ অক্টোবর

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মেধা ও পছন্দের ভিত্তিতে দেশের ৩০টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিন হাজার ২১২ জন শিক্ষার্থী। একইসঙ্গে মেধাভিত্তিক ৬০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। মোট আসনের মধ্যে তিন হাজার ১২৮টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা এবং পুত্র-কন্যাদের পুত্রকন্যার জন্য ৬৪টি ও পশ্চাদপদ এলাকার জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রয়েছে। গত সোমবার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন প্রফেসর ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচিতদের আগামী ২০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীরা টেলিটকে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে এসএমএস করে আবেদন করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন