সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা ও ছাগলনাইয়া সংবাদদাতা : স্ব^রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই দেশের আলোচনার মাধ্যমে সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করা হবে। ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী বর্তমান সরকার সকল চুক্তি ও প্রটোকল বাস্তবায়ন করছে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে বন্ধু প্রতিম ভারতের সাথে সকল বিরোধ মীমাংসা করতে চায় সরকার। মন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) দুপুরে  ফেনীর পরশুরাম উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের বিলোনীয়ায় বিরোধপূর্ণ মুহুরীর চর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক, মেজর জেনারেল আজিজ আহমেদ, ফেনী সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী জেলা প্রশাসক আমিন-উল-আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। উল্লেখ্য, পরশুরামের বিলোনীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মুহুরীর চরের ১৩ একর ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৪ বছর পূর্বে বিজিবি-বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি স্থাপন হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন