শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর ১৩টি বিমান এবং এ্যারোবেটিকস দলের ঢাকা আগমন

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর ১২টি হক টি-১ এবং একটি সি-১৩০ বিমান নিয়ে বৃটিশ এ্যারোবেটিকস দল যা রেড এ্যারোজ নামেও পরিচিত গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। যাত্রা বিরতির উদ্দেশ্যে এ্যারোবেটিকস দলটি কলকাতা থেকে উড্ডয়ন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বন্দরে অবতরণের পূর্বে বিমান গুলো আকাশে মনোমুগ্ধকর ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে ।  যাত্রা বিরতিকালে বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সাথে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ কুশল বিনিময়  ও মত বিনিময় করেন । এসময় ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এলিসন ব্লেক উপস্থিত ছিলেন ।  পরে, তারা বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সাথে এক ফটোসেশনে অংশগ্রহণ করেন - আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন