রেল মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন , আওয়ামীলীগ সরকারের আমলে রেলে নজিরবিহীন উন্নয়ন হয়েছে । বিগত বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কোন ধরনের উন্নয়ন হয়নি । আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ,স্টেশন বিল্ডিং রিনোভেশন , এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্ধোধন কালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন । বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি , রেল সচিব মোঃ সেলিম রেজা , রেল মহাপরিচালক ডিএম মজুমদার , উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) , পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম প্রমুখ ।
বিশেষ অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন , গফরগাঁও উপজেলায় সড়ক যোগাযোগসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে । যার একান্ত অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি এই এলাকার উন্নয়নের জন্য বিশেষ নজর রেখেছেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন