শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে হোন্ডা মোবাইল টিম ডিউটি করার সময় গোপন তথ্য পায় যে, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজের কাছ থেকে ৩৫০ পিস ও ফারহানার কাছ থেকে ১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তিনি আরো জানান গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করতো। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। এদের সাথে আরো কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন