কর্পোরেট ডেস্ক : বৈশ্বিক পার্সোনাল কম্পিউটার পিসি বাজারে ডিভাইস সরবরাহ কমতির ধারা অব্যাহত রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর পিসি সরবরাহ কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন আইডিসি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। পিসি নির্মাতাদের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সরবরাহ দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ ইউনিট। অথচ এক বছর আগে একই সময় পিসি সরবরাহ হয়েছিল ৭ কোটি ৭০ হাজার ইউনিট। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ কমেছিল ৪ দশমিক ১ শতাংশ। অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় প্রান্তিকে পার্সোনাল কম্পিউটারের বিক্রি বেড়েছিল ১ দশমিক ৭ শতাংশ। বাজারটিতে এ বছরের প্রথম প্রান্তিকেও বিক্রি বেড়েছিল। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে পিসি সরবরাহ হ্রাসের বিরূপ প্রভাব পড়ছে খুচরা বিক্রেতা ও নির্মাতাদের পাশাপাশি চিপ এবং পিসি সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর ওপর। ধারাবাহিক সরবরাহ ঘাটতির কারণে আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছে পিসির আনুষঙ্গিক যন্ত্রাংশ নির্মাতারা। বিশ্বের উদীয়মান বাজারগুলোয় পিসি বিক্রি হ্রাস চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সরবরাহ কমে আসার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। যদিও পরিপক্ব পিসি বাজারগুলোয় পরিস্থিতি উন্নত হতে শুরু করেছে। বর্তমানে পার্সোনাল কম্পিউটারের চেয়ে তুলনামূলক ছোট ডিভাইস ব্যবহারের গ্রাহক প্রবণতা বেড়েছে। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের চেয়ে স্মার্টফোনের মতো ছোট আকৃতির মোবাইল ডিভাইসের মাধ্যমেই দৈনন্দিন কাজ সম্পাদনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ব্যবহারকারীরা। পাশাপাশি প্রযুক্তির প্রভূত উন্নয়নের কারণে কম্পিউটারের সব সুবিধা এখন মোবাইল ডিভাইসেই পাওয়া যাচ্ছে। ক্রমবর্ধমান যুক্তরাষ্ট্রের বাজারে দখল বিবেচনায় শীর্ষ তিন প্রতিষ্ঠান হলো এইচপি, ডেল ও লেনোভো। বাজারটির ৩০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে এইচপি। ২৬ ও ১৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডেল ও লেনোভো। অ্যাপলের বাজার দখল গত বছরের তৃতীয় প্রান্তিকের ১৩ দশমিক ৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১১ দশমিক ৮ শতাংশে পৌঁছায় স্থানীয় বাজারে শীর্ষ তিনে জায়গা হয়নি প্রতিষ্ঠানটির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন