শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের কয়েক দফা বন্দুকযুদ্ধ

নিহত ১, গোলাবারুদ উদ্ধার

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কুতুকছড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া জানান, পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র অস্ত্রধারী সন্ত্রাসীরা ঐ এলাকায় অবস্থান করছিলো এমন সংবাদ পেয়ে মহালছড়ি সেনা জোনের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পরে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েকদফায় সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরে ঐ এলাকায় তল্লাশী চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ১টি এস.এম.জি, ৬৪ রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকিসহ সামরিক পোশাক পরিহিত নিহত ইউপিডিএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ওই এলাকায় এখনো আইন শৃঙ্খলাবাহিনীর অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন