শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এইচপি ৪ হাজার কর্মী ছাঁটাই করবে

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) তিন-চার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে, যা বাস্তবায়ন করা হবে আগামী তিন বছরের মধ্যে। বৈশ্বিক প্রযুক্তি বাজারে প্রিন্টার এবং পার্সোনাল কম্পিউটার (পিসি) ব্যবসা নিয়ে খারাপ সময় পার করছে মার্কিন এ প্রতিষ্ঠান। বিক্রির বিপরীতে প্রত্যাশিত মুনাফা আয়ে ব্যর্থ হয়ে তাই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক বাজারে ব্যবসা সম্প্রসারণে হিউলেট প্যাকার্ড এরই মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম শুরু করেছে। ব্যবসায় দিক বিবেচনায় লাভজনক পর্যায়ে ফিরতে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিভক্ত হিউলেট প্যাকার্ড কোম্পানির হার্ডওয়্যার ব্যবসা এইচপির অধীনস্থ। প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারিতে জানায়, পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করছে। পরিচালন ব্যয় কমাতে তাই ২০১৬ অর্থবছরের শেষ নাগাদ তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এইচপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিওন ওয়েজলার এ বিষয়ে বলেন, বৈশ্বিক প্রযুক্তি বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিবর্তনশীল এ বাজারে তুমুল প্রতিযোগিতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ বাজারগুলোয় দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। ২০১৭ অর্থবছর শেষে শেয়ারপ্রতি ১ দশমিক ৫৫ থেকে ১ দশমিক ৬৫ ডলার অ্যাডজাস্টেড মুনাফা হওয়ার প্রত্যাশা করছে এইচপি। বিশ্লেষকদের মতে, চলতি অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়াবে ১ দশমিক ৬১ ডলার। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পিসি সরবরাহ কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে টানা আট প্রান্তিক ধরে পিসি সরবরাহ কমতির ধারা অব্যাহত রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ক্রস রিসার্চের বিশ্লেষক শ্যানন ক্রস বলেন, পার্সোনাল কম্পিউটারের (পিসি) দুর্বল চাহিদা এবং প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় খাপ খাইয়ে নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। নতুন পিসি নির্মাতারা সাশ্রয়ী ডিভাইস সরবরাহে গুরুত্ব দিচ্ছে। ফলে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছে এইচপিসহ অন্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন