যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসব ডটকম বাংলাদেশের গ্রাহকদের জন্য উৎসববিডি ডটকম নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই বাণিজ্যিক পোর্টালটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চিত্রনায়ক আরেফিন শুভকে করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উদ্বোধনীতে প্রতিমন্ত্রী পলক বলেন, দেশে বর্তমানে পাঁচ কোটি মধ্যবিত্ত রয়েছে। উৎসব বিডি চাইলে মধ্যবিত্তদের চাহিদা পূরণ করে অ্যামাজন, আলীবাবা ডটকমের মতো বড় প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তারা আমেরিকায় যে সফলতা পেয়েছে এদেশেও তা পেতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক রায়হান জামান ২০০৫ সালে নিউ ইয়র্ক শহর থেকে উৎসব ডটকমের কার্যক্রম শুরু করেন। বাংলাদেশ, ভারত, সৌদি আরবসহ বিশ্বের ১১টি দেশে এই ই-কমার্স প্ল্যাটফর্মটির বাজার রয়েছে। প্রতিষ্ঠানটির ১০ হাজার অ্যাক্টিভ ক্রেতা এবং ২৫ হাজারের বেশি প্রোডাক্ট রয়েছে জানিয়ে রায়হান জামান বলেন, বিদেশে ব্যাপক সাফল্যের পর এবার দেশেও ‘উৎসববিডি ডটকম’ নামে কার্যক্রম শুরু করেছি আমরা। আয়োজকরা জানান, নর্থ আমেরিকায় অনুষ্ঠিত প্রায় সব বাংলাদেশি ইভেন্টের স্পন্সর উৎসব ডটকম। প্রতিষ্ঠানটি কানাডা ও আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ও শিল্প চর্চা প্রসারে কাজ করে যাচ্ছে। দেশ ও দেশের বাইরে প্রিয়জনদের জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ বিশেষ দিনের জন্য গিফট দেওয়া এবং অনলাইন কেনাকাটার সবচেয়ে সুবিধাসম্বলিত ওয়েবসাইট উৎসব ডটকম। ফুল, শাড়ি, কেক, সেলফোন, সালোয়ার কামিজ, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় সব ধরনের পণ্য এখানে কিনতে পারবেন আগ্রহীরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উৎসববিডি ডটকমের ম্যানেজিং ডিরেক্টর রুপা জামান, ডিসিসিআই’র সহ সভাপতি আতিক ই রাব্বানি, এসো ডটকমের ম্যানেজিং ডিরেক্টর দিদারুল আলম, ম্যাগনিটো ডিজিটালের সিইও রিয়াদ এস এ হুসেন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন