মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাকা বেতার কেন্দ্র এবং যুব উন্নয়ন কার্যালয়ে দুদকের পৃথক অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৪৫ এএম

শিল্পীদের সম্মানি খাতে অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ পেয়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক তানজীর হাসিব সরকারের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র-ইউনিটের সম্মানি বা পারিতোষিক খাতে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আসে। এ প্রেক্ষিতে গতকাল সকালে দুদকের এনফোর্সমেন্ট টিম বেতারের আগারগাঁওস্থ ঢাকা কেন্দ্রে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে চুক্তিভিত্তিক শিল্পীদের সম্মানি প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। একইসঙ্গে শিল্পী হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা কর্মকর্তাদের ব্যক্তিগত বা অন্যান্য কাজ করানো হয় কি-না, তাও যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন প্রোগ্রামের নামে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযান পরিচালনাকারী দুদকের একজন কর্মকর্তা জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এখন বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এদিকে মঙ্গলবার ঢাকার পাশাপাশি দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা লক্ষ্মীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। উপজেলা সমবায় কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষাণার্থীদের জন্য বরাদ্দকৃত সম্মানি ভাতার অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক টিম সরেজমিনে যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয় পরিদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন