বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিশ্বনবীর (সা.) শিক্ষা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ মামুন বলেছেন, ঝঞ্জা বিক্ষুদ্ধ পৃথিবীর জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রহমত স্বরূপ। তার প্রকৃত আদর্শ চর্চা ও বাস্তবায়নের মধ্যেই মানবজাতির শান্তি ও কল্যাণ নিহিত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বিশ্বনবীর (সা.) অন্যতম শিক্ষা। মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বৃহত্তর চট্টগ্রাম জেলার সভাপতি কাজী মুহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার ঈদে মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন সেন্টারে মাহফিলে প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব কাজী হাফেজ সাগর আহমদ শাহীন। মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন