টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোম্বর ভোরে টেকনাফ জালিয়াপাড়া থেকে নাফ নদী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে টেকনাফ জালিয়াপাড়া দিয়ে খালাস হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন