শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসলামী বইমেলার সময় আরো ১০ দিন বাড়ল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্রাঙ্গণে আয়োজিত ইসলামী বইমেলার সময় আরো ১০ দিন বাড়লো। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে গত ১৯ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী ইসলামী বইমেলা চলছে। ৩২টি প্রতিষ্ঠানের দেয়া ৬৩টি স্টলে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কেনাবেচা চলে। গতকাল এ মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মেলায় স্টল দেয়া প্রকাশকরা আরো ১৫ দিন মেলা বাড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ইফার কর্মকর্তারা তাতে সাড়া দিয়ে আরো ১০ দিন মেলা বাড়ানোর সিদ্ধান্ত নেন। এজন্য ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফা আয়োজিত ১৫দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠান শেষ হলেও বইমেলা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. আব্দুস সালাম গতকাল ইনকিলাবকে বলেন, ক্রেতা, বিক্রেতা ও প্রকাশকদের ব্যাপক চাহিদার কারণে ইসলামী বই মেলার সময় বাড়ানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন