চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভারের চান্দগাঁও আবাসিক এলাকামুখী র্যাম্পের ফাটল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞ টিম।
গতকাল মঙ্গলবার বিশেষজ্ঞ দলের সদস্যরা ফ্লাইওভার ও র্যাম্প পরিদর্শন করেন। এ টিমে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, চুয়েটের প্রফেসর ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিন র্যাম্পটি পরিদর্শন করেছেন। আশা করি বুধবার রিপোর্ট দেবেন। এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ওই র্যাম্প দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধে ইতিমধ্যে চসিক ব্যারিয়ার গেট স্থাপন করেছে। শিগগির ছোট ছোট যানবাহন চলাচলের জন্য র্যাম্পটি খুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।
র্যাম্পে ফাটল দেখা দেয়ায় ২৫ অক্টোবর থেকে ওই অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে পুরো এলাকায় যানজট স্থায়ী হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন