বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অ্যাম্বুলেন্সচাপায় নিহত ৪ হেলপার সোহেল রিমান্ডে

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে এম্বুলেন্সের চাপায় চারজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হেলপার সোহেলকে একদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সোহেলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী মো. জিন্নাত আলী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি সোহেলকে এম্বুলেন্সের মালিক ও ড্রাইভার যোগসাজশে লাইসেন্স না থাকা সত্ত্বেও বেপরোয়া চালাইয়া মামলার ঘটনা ঘটিয়েছে। তাই ঘটনার বিষয়ে বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করতে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দ্রুতগামী ওই এম্বুলেন্সের চাপায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। আহত হন আরো তিনজন। পরে এম্বুলেন্সটির চালক সোহেলকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন