শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবারো বাড়ল ডলারের দাম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটায় আবারও বেড়েছে ডলারের দাম। গত দুদিনে ডলারের দাম বেড়েছে আরো ছয় পয়সা। এর মধ্যে গত সোমবারই বেড়েছে ৪ পয়সা। আর খোলা বাজারে গত কয়েক দিন ধরে বিক্রি হচ্ছে ৯১ টাকা পর্যন্ত। আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটার কারণে দিন দিন ডলার সঙ্কট প্রকট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।

এদিকে ডলারের মতো পাউন্ডের দামও উর্ধ্বমুখী। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন এবং যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে দেশ থেকে বড় একটি গ্রুপ লন্ডন সফর করছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকার লন্ডন ফ্লাইট চালু হওয়ায় পাউন্ডের চাহিদা বেড়েছে। গত কয়েকদিন প্রতি পাউন্ড ১৩০ টাকায়ও পাওয়া যায়নি। অধিকাংশ মানি এক্সচেঞ্জ থেকে পাউন্ড না পেয়ে ফিরতে হয়েছে বিদেশগামীদের। তবে গতকাল পাউন্ডের দাম অন্যান্য দিনের চেয়ে কিছুটা কমেছে। গতকাল খোলা বাজারে প্রতি পাউন্ড বাংলাদেশী ১২৬ দশমিক ৭০ থেকে ১২৮ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আট কর্মদিবস স্থির থাকার পরে আবারো বাড়ছে ডলারের দাম। রোববার ও সোমবার বেড়েছে ছয় পয়সা। সোমবারই বেড়েছে চার পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৬৭ পয়সায়। দুদিন আগেও বিক্রি করতো ৮৫ টাকা ৬১ পয়সায়। আর নগদ ডলার বিক্রি হচ্ছে প্রায় ৯১ টাকায়।

এদিকে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে প্রবাসী আয়। অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ৬৪৭ মিলিয়ন ডলার। মহামারির কারণে আমদানি কমে যাওয়ায় এবং বৈধপথে প্রবাসী আয় বাড়ায় ডলারের দাম অনেকটা নিয়ন্ত্রিত ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
রুহান ৩ নভেম্বর, ২০২১, ৫:২৮ এএম says : 0
আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটার কারণে দিন দিন ডলার সঙ্কট প্রকট হচ্ছে।
Total Reply(0)
কিরন ৩ নভেম্বর, ২০২১, ৫:২৯ এএম says : 0
বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।
Total Reply(0)
আবদুল মান্নান ৩ নভেম্বর, ২০২১, ৫:৩০ এএম says : 0
প্রবাসীদের আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক
Total Reply(0)
হাবীব ৩ নভেম্বর, ২০২১, ৫:৩০ এএম says : 0
রপ্তানী বাড়াতে হবে
Total Reply(0)
জুয়েল ৩ নভেম্বর, ২০২১, ৫:৩১ এএম says : 0
আমাদেরকে আমদানী নির্ভরতা কমাতে হবে
Total Reply(0)
মো:+শফিউর+রহমান ৩ নভেম্বর, ২০২১, ১২:৪৩ পিএম says : 0
প্রবাসিদের টাকা পাঠানো খরচ কমানো এবং ২% পরিবর্তে ৩% প্রনধনা গোশনা দেওয়া হলে আমার মনে হয় রেমিটেন্স বাড়বে ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন