শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে ঐকমত্যে বাংলাদেশ-নেপাল

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০২ এএম, ১৭ অক্টোবর, ২০১৬

বিশেষ সংবাদদাতা
নেপালে যৌথভাবে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঐক্যমতে পৌঁছেছে ঢাকা ও কাঠমুন্ডু। প্রাথমিকভাবে দুটি পানিবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নেপালের বাণিজ্যমন্ত্রী রমি গাউচান থাকলি।
তোফায়েল আহমেদ বলেন, আমরা উভয় দেশ ভারতকে সঙ্গে নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একমত হয়েছি। কারণ ভারতের সহায়তা ছাড়া ভারতের মধ্যদিয়ে বাংলাদেশে এ বিদ্যুৎ আনা সম্ভব নয়।
তোফায়েল আহমেদ আরও বলেন, এছাড়াও ২০১৮ সালের মধ্যে খুলনা-মংলা রেল লাইনের কাজ সমাপ্ত হওয়ার পর দুই দেশ রেলের মাধ্যমে মংলাবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রমি গাউচান থাকলি সাংবাদিকদের বলেন, বিবিএন এর আওতায় পানিবিদ্যুৎসহ সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে আমদানি-রফতানি বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশ নেপালের পরীক্ষিত বন্ধু হিসেবে নেপালিদের জন্য ভিসা সহজীকরণসহ সড়ক পথে অন অ্যারাইভাল ভিসার দাবি জানিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন