শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশে ভেঙে পড়েছে টয়লেট, ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে আছেন নভোচারীরা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ২:১৭ পিএম

ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গত ছয় মাস ধরে অবস্থান করছিলেন চার মহাকাশচারী। মিশন শেষ করে এবার পৃথিবীতে ফিরে আসার পালা। তাদের আনতে উৎক্ষেপণের অপেক্ষায় আছে রকেটও। কিন্তু হঠাৎ করেই স্টেশনের টয়লেট ভেঙে গেছে। এতে বিপাকে পড়েছেন এই মহাকাশচারীরা। টানা ২০ ঘণ্টা ধরে পরে আছেন ডায়াপার। শনিবার ভোরে এই খবর দিয়েছে নাসা।

নাসা জানিয়েছে, টয়লেট ভেঙে যাওয়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে রয়েছেন চার মহাকাশচারী। তারা হলেন- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

বিশ্ব বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার মালিক এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা চার মহাকাশচারীকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Saiful Islam ৬ নভেম্বর, ২০২১, ৬:৫৫ পিএম says : 0
মলগুলো মনে হয় কোন ভারতীয় নাগরিকের মাথায় পড়েছে,, তাই তাদের বদদোয়ায় এই অবস্থা হয়েছে।আর সেই জন্যই বাংলাদেশী পত্রিকায় প্রকাশিত হয়।
Total Reply(0)
Faruq Maijdee ৬ নভেম্বর, ২০২১, ৬:৫৬ পিএম says : 0
তাহলে রাস্তায় বের হওয়ার সময় ছাতা মাথায় দিয়ে চলাফেরা করতে হবে,না হয় কখন যে আবার মাথায় এসে পড়ে বলা মুশকিল
Total Reply(0)
Riad Parvez ৬ নভেম্বর, ২০২১, ৬:৫৬ পিএম says : 0
ডায়াপার গুলো যেনো অাবার মহাকাশে ছুড়ে না ফেলে সেদিকে খুব খেয়াল।
Total Reply(0)
Hm Belal ৬ নভেম্বর, ২০২১, ৬:৫৬ পিএম says : 0
আমাদের সীমানায় ত্যাগ না করার জন্য অনুরোধ রইলো।
Total Reply(0)
rejoun ৮ নভেম্বর, ২০২১, ৩:৩৬ পিএম says : 0
তাই তো দেখলাম রাস্তার পাশে কিছু পড়ে থাকতে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন