শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পুঁজিবাজারে ১৭ শতাংশ বিদেশি লেনদেন বৃদ্ধি

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের (বিদেশি ও প্রবাসী) ৯২৯ কোটি ১১ লাখ টাকার বা ১৭ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। আগের বছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় চলতি বছরের একই সময়ে এই লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ মাসে ডিএসইতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা ৬ হাজার ৩৯৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৬৭ কোটি ৯১ লাখ টাকার। এদিকে চলতি বছর বিক্রির চেয়ে ৫৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্রয়ের পরিমাণ বেশি হয়েছে। এ সময় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা ৩ হাজার ৪৯২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় ও ২ হাজার ৯০৪ কোটি ৮৯ লাখ টাকার বিক্রি করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন