কর্পোরেট রিপোর্টার : বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে রোডশোর আয়োজন করেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই রোডশো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে জানা গেছে, রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ওই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই রোডশো অনুষ্ঠিত হবে। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। কোম্পানির এই রোডশোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স এন্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন