শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করুন

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি এফবিসিসিআই’র আহ্বান

হাসান সোহেল লন্ডন থেকে | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)’র সাথে নেটওয়ার্কিং বিজনেস মিটিংয়ে গত শুক্রবার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এই আহ্বান জানান।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগে সক্রিয় অংশগ্রহণ করছে। তবে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হওয়ার পরেও, যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি তৈরি পোশাক, টেক্সটাইল, হিমায়িত মাছসহ অল্প কিছু পণ্যের মধ্যে আটকে আছে। এশিয়া অঞ্চলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগ গন্তব্য বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। তাই অর্থনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

এসময় এফবিসিসিকআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিংকে উন্নত করতে এবং রফতানি বৈচিত্র্যকে সহজতর করার জন্য একত্রে কাজ করতে পারে এফবিসিসিআই ও বিবিসিসিআই। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যা কার্যকর ভূমিকা রাখবে। এসময় তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম এ মোমেন ব্যবসায়িক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এফবিসিসিআই ও বিবিসিসিআই-এর মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে বাংলাদেশের যেকোনো ব্যবসায়িক স্বার্থের সুবিধার্থে এফবিসিসিআই সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

একই দিনে এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল লন্ডন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সিইও রিচার্ড বার্গের সাথে বৈঠক করেন। নিয়মিত প্রতিনিধিদলের আদান-প্রদান, ব্যবসায়িক তথ্য বিনিময়, যৌথ গবেষণা, বাণিজ্য মেলা এবং নেটওয়ার্কিং ইভেন্টসহ ব্যবসায়িক প্রচার কার্যক্রম পরিচালনা করতে, দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে গত ৪ নভেম্বর লন্ডনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ-এ অংশ নেয় বাণিজ্য প্রতিনিধি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজার নিয়ে যৌথ গবেষণার জন্য এফবিসিসিআই এবং এইচএসবিসি-র মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়া এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)’র মধ্যে সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-এর ভাইস চেয়ারম্যান স্যার হুগো সোয়ারের সাথেও সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলে আছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম.এ. মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, এমসিসিসিআই’র সভাপতি নিহাদ কবীর, এফবিসিসিআই’র পরিচালক মো. রেজাউল করিম রেজনু, মো. সাইফুল ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, ড. কাজী এরতেজা হাসান, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ড. ফেরদৌসী বেগম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মশিউজ্জামান (রোমেল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্লাহ, সামিউল হক সাফা ও বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ।

এছাড়াও বাণিজ্য প্রতিনিধিদলে আছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার ও সাইফুল আলম, ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মো. মাহবুব উর রহমান, ইকোচেম বাংলাদেশ (প্রা.) লি.-এর পরিচালক মো. শহীদুল ইসলাম (নিরু), পিপলস এনার্জি লি.-এর পরিচালক সাজেদা জামান ও অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
কামাল রাহী ৭ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
বিনিয়োগের সর্বোত্তম সম্ভাব্য রিটার্ন পেতে ব্রিটিশ বিনিয়োগকারীদের ব্যাপক সুযোগ-সুবিধা সরবরাহ করবে বাংলাদেশ।
Total Reply(0)
Kajal Motahar Alam ৭ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, লাইন ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো প্রসেসিং, ব্লু -ইকোনোমি, টুরিজম, হাইটেক ইন্ডাস্ট্রিজ, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন আকর্ষণীয় সেক্টরে সুবিধা নিয়ে বিদেশি বিনিয়োগের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।
Total Reply(0)
হাসান সোহাগ ৭ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
বাংলাদেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা অন্যান্য দেশের তুলনায় এখানে বেশি লাভবান হবে
Total Reply(0)
সফিক আহমেদ ৭ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ায় যারা এগিয়ে এসেছে যুক্তরাজ্য তাদের মধ্যে অন্যতম। এখন উন্নয়নের অগ্রযাত্রায়ও তারা পাশে থাকবে- এটাই আমাদের প্রত্যাশা
Total Reply(0)
Badal Chowdhury ৭ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
প্রবাসী বাংলাদেশিদের উচিত দেশে বেশি বেশি বিনিয়োগ করা।
Total Reply(0)
তুষার আহমেদ ৭ নভেম্বর, ২০২১, ৩:২৫ এএম says : 0
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন শ্রেষ্ঠ সময়
Total Reply(0)
Bijoy Mojumder ৭ নভেম্বর, ২০২১, ৩:২৫ এএম says : 0
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এই সম্মেলন অনেক ভূমিবা রাখবে বলে মনে করি।
Total Reply(0)
Yamin Karim ৭ নভেম্বর, ২০২১, ৩:২৫ এএম says : 0
বাংলাদেশের অর্থনীতি দ্রæত এগিয়ে যাচ্ছে প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে আসলে আরও দ্রুত এগিয়ে যাাবে ইনশায়াল্লাহ।
Total Reply(0)
Badrul Amin Khan Tipu ৭ নভেম্বর, ২০২১, ৩:২৬ এএম says : 0
সবাই বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসুন।
Total Reply(0)
Ibrahim Khalil ৭ নভেম্বর, ২০২১, ৩:২৬ এএম says : 0
বাংলাদেশের শেয়ারবাজারকে নিয়মিত উন্নত করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। ফলে এখন বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের শেয়ারবাজার।
Total Reply(0)
মোহাম্মদ দলিলুর রহমান ৭ নভেম্বর, ২০২১, ৫:২৬ এএম says : 0
যে দেশে জনগণের কথা বলবার অধিকার নেই,ভোটের অধিকার নেই,শুধু আছে ঘুম খুন ধর্ষণ হত্যা,আর জনগণ কিছু বললেই হয়ে যায় মাদকদ্রব্য বেবসায়ী এবং আসামী,অথবা সন্ত্রাসী,বিনা দোষে জেল আবার ইসলামী উগ্র বাদী অত্যাচার অবিচার,এই দেশে সুস্থ মস্তিষ্কের কোনো দেশ বিনিযোগ করবে না কি। আপনাদের মাথা খারাপ।
Total Reply(1)
jack ali ৭ নভেম্বর, ২০২১, ১:১৮ পিএম says : 0
আপনি যেটা বলেছেন হানডেট পারসেন্ট কারেক্ট বাংলাদেশটাকে এই সরকার স্বাধীনতার পর থেকেই আমাদেরকে পরাধীন করে রেখেছে এবং ইন্ডিয়ার কাছে ও পরাধীন করে রেখেছে দুর্নীতি ছাড়া হত্যা গুম খুন ধর্ষণ ছাড়া এরা কিছু বোঝেনা

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন