শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সোনাগাজীতে দুই সংসদ সদস্যের সফর নিয়ে ক্ষোভ-সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী উপজেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজীতে চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এমএ লতিফ ও ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ঝটিকা সফর করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় দুই সংসদ সদস্য সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফা হক-এর কার্যালয়ে এক ঘণ্টা রুদ্রধার বৈঠক করেন। বৈঠকে বিষয়ে উপজেলা প্রশাসন ও দুই এমপি গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য প্রদান করেননি। দুপুরে ২টায় দুই সংসদ সদস্য তাদের গাড়ির বহর নিয়ে মুহুরী সেচ প্রকল্পের উদ্দেশ্যে যাওয়ার পথে বাদামতলী নামক স্থানে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পড়ে। এ সময় উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও ট্রাক্টর দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গাড়িবহরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিবন্ধকতা সরিয়ে দিয়ে তাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে। এলাকাবাসী জানায়, সোনাগাজীর উপকূলীয় অঞ্চলে প্রস্তাবিত অর্থনৈতিক জোনের সরকারি জায়গা দখল করার গুজবে স্থানীয় লোকজন গাড়িবহর আটকানোর চেষ্টা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন