শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভাঙন এলাকা পরিদর্শনে রাশেদ খান মেনন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সুগন্ধা নদী ভাঙনে বিলীন প্রায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র সড়কটিসহ আশপাশের এলাকা পরিদর্শন করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সুগন্ধা নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে প্রতিরোধ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে স্থানীয়দের আশ্বাস দেন ওই এলাকার সন্তান রাশেদ খান মেনন।

এ সময় উপস্থিত জনতাকে তিনি বলেন, নদী ভাঙনরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত বাবুগঞ্জের নদীভাঙন প্রতিরোধে শত কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় নদীবেষ্টিত বাবুগঞ্জ উপজেলাবাসীর জীবনের বড় সমস্যা নদীভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এলাকার সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ ও ওয়ার্কার্স পার্টি নেতা মো. রনি খানসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন