স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে শিশু মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি করপোরেশনকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির ও মনির হোসেন গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে শিশু পরিবারকে ক্ষতিপূরণের টাকা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনগত হুঁশিয়ারি দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখিত তথ্য মতে, রাজধানীর লালবাগে দেয়ালচাপায় জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। গত মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা নাজির হোসেন সন্তান জিহাদকে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে। এতে দায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশন ড্রেনের কাজ করেছিল। ড্রেনের কাজ করায় দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়। তাই কলোনির দেয়াল ধসে পড়ে। এ ঘটনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা ডিএসসিসিকে অর্ধেক ও বাকি অর্ধেক গণপূর্ত মন্ত্রণালয়কে দেয়ার কথা উল্লেখ করা হয় নোটিশে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন