শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তহবিল তছরুপের অভিযোগে তিন প্রকৌশলী বরখাস্ত

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তহবিল তছরুপ, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের দায়ে তিন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার কর্পোরেশনের সচিব খান মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হচ্ছেন- ডিএসসিসির অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মোহাম্মদ ফরিদুজ্জামান, একই অঞ্চলের প্রকৌশলী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পুর) এবং সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আতিক উল্যাহ মৃধা ও অঞ্চল-২ এর উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ পারভেজ রানা।
সিটি কর্পোরেশনের সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা পৌর কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ১৯৮৯ এর বিধি ৩৯ (ক), (খ) ও (চ) অনুসারে বিভাগী মামলা রুজুসহ চাকরি হতে সাময়িক বরখাস্তকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন