মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজউক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুদক

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৭ পিএম, ১৮ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টার : রাজউক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা জালিয়াতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মিজানুর রহমানকে এবং অর্থ আত্মসাতের অভিযোগে একজন ব্যবসায়ী ও বিআরডিবি মাঠ সহকারীকে গ্রেফতার করেছে দুদক। গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইনকিলাবকে জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে রাজউক কর্মকর্তাকে দুদকের একটি প্রতিনিধিদল গ্রেফতার করে। দুদক সূত্রে জানা যায়, মিজানুর রহমান রাজউকের অসাধু ব্যক্তিদের যোগসাজশে রাজউকের বিসি কমিটির চেয়ারম্যান ও অন্য কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে রাজধানীর বনানীর ৩৭ কামাল আতাতুর্ক এভিনিউয়ে ১৯ তলা বাণিজ্যক ভবনের নকশা অনুমোদন করেন। এ অভিযোগে মিজানুর রহমানসহ দুইজনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেয়া হয়। অপরজন হলেন অথরাইজড অফিসার সুকমল চাকমা। তাদের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বনানী থানায় মামলা (নং- ১৭) দায়ের করা হয় বলে অনুসন্ধান কর্মকর্তা জানিয়েছেন। এছাড়াও ২১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত সমন্বিত পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) মাঠ সহকারী (মাঠকর্মী) মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোয়াখালী থেকে তাকে আটক করা হয়। বিআরডিবি নোয়াখালী সদর উপজেলার সমন্বিত পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) আওতাভুক্ত ৭টি দলের ১৮৪ জন সদস্যের কাছ থেকে আদায় করা মোট ২১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন মিজানুর রহমান। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে চলতি বছরের ১৯ জুলাই নোয়াখালীর সুধারাম থানায় মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন