বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তেল-গ্যাস কমিটির মিছিলে পানিকামান, কাঁদুনে গ্যাস

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩২ পিএম, ১৮ অক্টোবর, ২০১৬

৩০ জন নেতাকর্মী আহত
স্টাফ রিপোর্টার : রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠি নিয়ে ঢাকায় দেশটির হাইকমিশন অভিমুখে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল পানিকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রওনা হওয়া হাই কমিশনমুখী মিছিলটি যাত্রাপথে মৌচাক ও মালিবাগ রেলক্রসিংয়ে দুই দফা পুলিশের বাধার মুখে পড়ে। মৌচাকের বাধা পেরোতে পারলেও আন্দোলনকারীরা রেলক্রসিংয়ে ব্যারিকেড ঠেলে এগোতে চাইলে পুলিশ পানিকামান ও কাঁদুনে গ্যাস ছোড়ে। এ সময় মিছিলের অন্তত ৩০ জন আহত হন বলে দাবি করেছেন এ আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি আরো বলেন, মিছিলটি মালিবাগ অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পানিকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। রমনা থানার ওসি মসিউর রহমান বলেন, মিছিলটি মৌচাকে এলে আমরা ব্যারিকেড দেই। তারা মৌচাকের ব্যারিকেড ভেঙে মালিবাগে আরেকটি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে তারা ঢিল ছোড়ে।
সকাল সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তেল-গ্যাস কমিটি। বিপ্লবী ছাত্র মৈত্রী, গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, সিপিবি-বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চা, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক সংহতি অন্তত দেড় শতাধিক কর্মী-সমর্থক সমাবেশে জড়ো হন। সমাবেশে আনু মুহাম্মদ বলেন, সরকার আমাদের যৌক্তিক দাবি বার বার প্রত্যাখ্যান করছে। যেহেতু এই সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে বাংলাদেশের পাশাপাশি ভারতের অংশ ক্ষতিগ্রস্ত হবে, তাই এই বিষয়টি তুলে ধরার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিচ্ছি। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র বাতিলের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে নাগরিকদের পক্ষ থেকে আমরা এই খোলা চিঠি দিচ্ছি। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ‘মৈত্রী সুপার পাওয়ার থারমাল বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণের পথে এগোচ্ছে সরকার। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সমাবেশ এবং ভারতের দূতাবাসে ‘খোলা চিঠি’ দেয়ার এই কর্মসূচি ছিল। একই দাবিতে ২৪ থেকে ২৬ নভেম্বর ‘চল চল ঢাকা চল’ কর্মসূচিকে সামনে রেখে অক্টোবরে সারা দেশের বিভাগ ও জেলা সদরে সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি রয়েছে কমিটির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন