সম্প্রতি বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি সম্পন্ন টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশাল মোটরবাইক অয়েল বাজারজাতকরণ শুরু করলো টোটাল লুব্রিকেন্টস। চাঁপাইনবাবগঞ্জে ১৬ অক্টোবর থেকে উদ্বোধনী ক্যাম্পেইন শুরু হয়েছে। পর্যায়ক্রমে নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার ফিলিং স্টেশনগুলোতে এ ক্যাম্পেইন চলবে। এর আগে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাজারজাত করা হয় এ মোটরবাইক অয়েল। সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এই বিশেষ ইঞ্জিন অয়েল ম্যানুয়াল গিয়ারসহ সকল প্রকার ফোর স্ট্রোক ইঞ্জিন সম্পন্ন মোটরবাইককে সুরক্ষা দেবে। টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশালে রয়েছে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি, যা মোটরসাইকেলের ইঞ্জিনকে স্প্রিংয়ের মত সুরক্ষা দেয়। সাধারণ লুব্রিকেন্টস ওয়েল মোটরবাইককে সুরক্ষা দিতে ইঞ্জিনকে সর্বোচ্চ মাত্রায় ব্রেক করতে হয়। টোটাল লুব্রিকেন্টসের হাই-পিইআরএফ ফোরটির এসএসএফ টেকনোলজি ইঞ্জিনের সকল প্রকার চাপ শোষণ করে এবং ব্রেক করা থেকে মুক্ত রাখে। টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশালের প্রতিটি অনু, ইঞ্জিনকে অধিক ঘর্ষণ থেকেও সুরক্ষা দেয়। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন