শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ নয়, বন্ধুত্বের বার্তা নিয়ে চীন সফরে গেছেন দুতার্তে

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ নয়, বন্ধুত্বের বার্তা নিয়ে চীন গেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। তিনদিনের এ বাণিজ্যিক সফরে তার সঙ্গে আছেন ৪০০ ব্যবসায়ী প্রতিনিধি। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন দুতার্তে। এছাড়াও জাহাজ ব্যবসায়ী এনরিক রাজন ও বিপণি কেন্দ্র ব্যবসায়ী হ্যান্স সে’র সঙ্গেও দেখা করবেন তিনি। বিতর্কিত পুলিশপ্রধান রোনাল্ড ডেলা রোজাও দুতার্তের সফরসঙ্গী হয়েছেন। খবরে বলা হয়, বেইজিং থেকে আশা করা হচ্ছে, এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র রাষ্ট্র হতে পারত এমন একটি দেশকে নিজেদের দলে টানতে পারবে চীন। প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ায় প্রভাব বিস্তারের যে সম্ভাবনা দেখছিলেন তার বিরুদ্ধে এই সম্পর্ক চীনের জন্য ইতিবাচক বলেই ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চীনের বিমানবন্দরে অবতরণ করেন দুতার্তে ও তার প্রতিনিধিদল। দলের পরিচালিত ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বেইজিংয়ের প্রতি দুতার্তের বন্ধুত্বের আহ্বানকে গ্রহণ করার সুপারিশ করে দাবি করা হয়, আমরা চীনের প্রতি এই গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ক্ষয়িষ্ণু সম্পর্ক পুনরুদ্ধারে ফিলিপাইনের রাজনীতিবিদদের দক্ষতা প্রশংসনীয়। একে বাস্তববাদী আচরণের উদাহরণ বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। এই সফরে যাত্রা করার আগে এক বক্তব্যে দুতার্তে বলেন, যুদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন