ইনকিলাব ডেস্ক : আমেরিকা বিরোধী প্রতিবাদে উত্তাল ফিলিপিনো জনতাকে ছত্রভঙ্গ করতে তাদের ওপর ভ্যান তুলে দিয়েছে পুলিশ। গতকাল রাজধানী ম্যানিলার মার্কিন দূতাবাসের সামনে পুলিশের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৪০-এর বেশি প্রতিবাদকারী। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।
সম্প্রতি ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে চীন সফরে যান।
একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি ফিলিপিন্সকে চীনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস নিয়ে এসেছিলেন তিনি। এরপরই গতকাল একদল বিক্ষোভকারী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ শুরু করেন। তাদের অভিযোগ, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলেও আমেরিকার সঙ্গে সেই সম্পর্কের ক্ষেত্রে তা অনেকটাই আলাদা। তৈরি হয়েছে দূরত্বও।
এদিকে, গতকাল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেদেশের পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, পরে পানি কামানের সাহায্যে তাদের সেখান থেকে সরাবার চেষ্টা করে। তাতেও কাজ না হওয়ায় অবশেষে একটি ভ্যান নিয়ে তাদের অনেককে চাপা দেয়। অত্যন্ত গতিতে থাকা সেই ভ্যানের ধাক্কায় আহত হন ৪০ জন বিক্ষোভকারী। সূত্র : জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন