শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘কাঠগড়ায় দাঁড়াতে হবে ইতিহাস বিকৃতির অপচেষ্টাকারীদের’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ইতিহাস বিকৃতির নোংরা খেলা আজও চলছে। মনে রাখবেন ইতিহাস কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয়। ইতিহাস বিকৃতির চেষ্টা কোন দিন সফল হয় না হবে না। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) এমএ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সভাপতি এ কথা বলেন।
তাসমিয়া প্রধান বলেন, স্বাধীনতা লাভের মাত্র ১৫ দিন পর মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর (অব.) এম এ জলিলকে গ্রেফতার করা হয়েছিল। তার অপরাধ ছিল বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যাওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দিয়েছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দি। যুদ্ধপরবর্তী লুণ্ঠন এবং তৎকালীন সরকারের দু:শাসনের বিরুদ্ধে কথা বলায় এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মানসূচক উপাধি থেকেও বঞ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ইতিহাস বিকৃতির জঘন্য খেলা এখনো চলছে। নিজেদের প্রয়োজনে কুচক্রি মহল ইতিহাসের মহানায়কদের খল নায়ক এবং খল নায়কদের নায়ক বানানোর চেষ্টা চলছে। তবে ইতিহাস বিকৃতি করে সফল হওয়া যায় না। ইতিহাস তার নিজের গতিতেই চলে এবং চলবে। ইতিহাসের কাঠগড়ায় একদিন এই অপচেষ্টাকারীদেরও দঁড়াতে হবে।
সকাল ৯টায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে জাগপা প্রতিনিধি দল মিরপুরে মেজর জলিলের কবরে শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন