শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিদেশে টাকা পাচার

অনলাইন অ্যাপে জুয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে সঞ্জয় চন্দ্র ধর নামে একজনকে গ্রেফতার করা হয়।

গতকাল এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেফতারকৃত সঞ্জয় চন্দ্র ধর বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে জুয়া পরিচালনা করে আসছিল। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ট্র্যাপে ফেলে মিথ্যা আশায় নিঃস্ব হচ্ছে অনেকেই। অনলাইন প্লাটফর্মে পরিচালিত এ জুয়ার টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানানো হয়। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জ করে অনলাইনে জুয়া খেলা হতো। জুয়াখেলার জন্য সময়সীমা এবং বিভিন্ন অঙ্কের টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো। জুয়া থেকে পাওয়া অর্থ গ্রেফতারকৃত সঞ্জয় নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য উইথড্র অপশন ছিল তাদের। যদিও এক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক প্রতারণার শিকার হয়ে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন