রেলে যুক্ত হচ্ছে নতুন নতুন ইঞ্জিন। এ ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া থেকে ১০টি ইঞ্জিন (লোকোমোটিভ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইঞ্জিনগুলো খালাস করে নগরীর পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ শপে রাখা হবে। আমদানি করা এসব ইঞ্জিন যাত্রীবাহী ট্রেন ছাড়াও পণ্যবাহী ট্রেনে যুক্ত।
ইঞ্জিন ক্রয়ের প্রকল্প ম্যানেজার ও রেলওয়ের জেনারেল ম্যানেজার (প্রকল্প) মো. হাসান মুনসুর সাংবাদিকদের জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের ১০টি ইঞ্জিন বন্দর থেকে খালাস করার কাজ চলছে। ইঞ্জিনগুলো পাহাড়তলী ডিজেল শপে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলোর টেস্ট ট্রায়াল দেওয়া হবে। টেস্ট ট্রায়ালের ১৫ থেকে ২০ দিন পর ইঞ্জিনগুলো রেলে যুক্ত করা হবে। কোরিয়া থেকে মোট ২০টি ইঞ্জিন আনার চুক্তি ছিল।
এর মধ্যে আগেই ১০টি ইঞ্জিন এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন