শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

টঙ্গীতে ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

টঙ্গীর পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়ামিন। গতকাল সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়ামিন কুমিল্লা জেলার তিতাস থানা এলাকার মঙ্গলকান্দি গ্রামের মৃত আহম্মদের ছেলে।

এলাকাবাসী জানান, সপরিবারে ইয়ামিন ওই এলাকায় নাজিমের টিনশেড বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো। পেশায় তিনি ছিলেন বৈদ্যুতিক মিস্ত্রি। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রায়ই তার কথা কাটাকাটি ও ঝগড়া-বিবাদ হতো। এরই জের ধরে গত রোববার রাত ১০টার দিকে ইয়ামিন কাজ শেষ করে বাসায় ফিরে কাউকে কিছু না বলে রুমের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন এসে জড়ো হয়ে ইয়ামিনকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন