শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

সিরাজগঞ্জের চর এলাকার বন্যা আক্রান্তদের ত্রাণ সাহায্য দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের মানুষদের সহায়তা করার প্রয়াসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিরাজগঞ্জ জেলার চউহালি উপজেলার দুর্গম চর এলাকার ৫০০-র অধিক পরিবারকে ত্রাণ বিতরণ করেছে। প্রতিটি পরিবার ত্রাণ সামগ্রীর অংশ হিসেবে একটি এলুমিনিয়াম কলসি, শাড়ি, লুঙ্গি, মশারি, থালাবাসন, গøাস, লাইফবয় সাবান, ওষুধসহ আরো অনেক কিছু পেয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড নিশ্চিত করতে চেয়েছে যে বন্যা-পরবর্তী সময়ে একটি পরিবারের অবশ্য প্রয়োজনীয় সকল সামগ্রী যেন তারা দিতে পারে। এছাড়াও নির্দিষ্ট মানদÐে নিশ্চিত করা হয়েছে যেন যাদের প্রয়োজন সবচাইতে বেশি সে সকল পরিবারই ত্রাণ পায়। ভ‚মিহীন পরিবার, গর্ভবতী মা, প্রতিবন্ধী শিশুর পরিবার, যেসব পরিবারে পুরুষ সদস্য নেই- এই সকল পরিবারকে ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেয়া হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে চলমান নানা উদ্যোগের পাশাপাশি ২০১৬ সালে দেশের বিভিন্ন স্থানের প্রান্তিক মানুষদের উন্নয়নকল্পে ৩টি নতুন প্রোজেক্ট চালু করেছে - চট্টগ্রামে একটি আর্থিক ব্যবস্থাপনা শিক্ষা প্রদানের প্রোজেক্ট, লালমনিরহাটে ছিটমহল থেকে আসা জনগোষ্ঠীকে অর্থ উপার্জনে সক্ষমতা তৈরির প্রোজেক্ট এবং সিরাজগঞ্জের চর এলাকার জনগোষ্ঠীর জন্য একটি সার্বিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন