শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অবশেষে পদোন্নতি পেয়েছেন ২ হাজার ১৯৯ চিকিৎসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

দীর্ঘ প্রতিক্ষার পর কাঙ্খিত পদোন্নতি পেয়েছেন দেশের সরকারি চাকরিতে নিযুক্ত বিপুল সংখ্যক চিকিৎসক। গত মঙ্গলবার পৃথক তালিকায় মোট ২ হাজার ১৯৯ জন পদোন্নতি পেয়েছেন। এরমধ্যে ৯ম থেকে ৭ গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৬২ জন, ৫ম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৮৩ জন এবং চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন ৫৪ জন।

উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা জানান, তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। নানা জটিলতায় বিপর্যস্ত থাকলেও করোনার সময়ে তারা হাসপাতালে রোগীদের সর্বোচ্চ সেবা দিয়েছেন। পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এরমধ্যে ২০১০/২০১১ সালে এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে ক্যাডার ভুক্তিকরণেরও দাবি জানান। তারা বলেন, ৭ বছর পর তারা এই পদোন্নতি পেয়েছেন। এতে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে দ্রুততার সাথে ক্যাডারভুক্ত হলে তাদের সব প্রত্যাশা পূরণ হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন