শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান হিসেবে যোগদান

আহমদ শামীম আল রাজী

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রেস বিজ্ঞপ্তি : অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। এর আগে প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গত মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর করেন। আহমদ শামীম আল রাজী একাদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পর্রবর্তীতে মাঠ পর্যায়ে বিভন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পরিচালক, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে যোগ দেন। ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যোগ দেন। সরকার ১ নভেম্বর ২০২১ বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় জন্মগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন