শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এ.এস.এম মহিউদ্দিন মোনেম’র সেরা করদাতা সম্মাননা

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

আব্দুল মোনেম লিমিটেডের-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম মহিউদ্দিন মোনেম ২০২০-২০২১ কর বছরের জন্য কর অঞ্চল কুমিল্লার অধীনে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে এই সম্মাননা গ্রহণ করেন। সরকারের এই ধরনের পদক্ষেপকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের পদক্ষেপ আয়কর প্রদানকে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

এ.এস.এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশ চেক রিপাবলিক এর অনারারি কনস্যুলেট, তথ্য প্রযুক্তি রফতানিতে স্বর্ণপদক প্রাপ্ত, একাধিকবার প্রেসিডেন্ট পদকে এবং প্রথম বারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ এ ভূষিত হয়েছেন। উল্লেখ্য, তিনি বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম এর কনিষ্ঠ পুত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন