বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরায়েলের সাথে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্ডান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ১০:২৬ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল অবস্থা বিরাজ করছে জর্ডানে। মূলত ইহুদিবাদি দেশটির সাথে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি করার প্রতিবাদে জাতীয় পতাকা ও প্লাকার্ড হাতে আন্দোলন করছে জর্ডানের জনগণ। গতকাল শুক্রবার রাজধানী আম্মানের রাজপথে এই আন্দোলনে অংশ নেয় দেশটির ইসলামপন্থী, বামপন্থী ও বিভিন্ন আদিবাসী দলও। -আল-জাজিরা

আন্দোলনকারীদের দাবি, চুক্তির মাধ্যমে প্রতিবেশী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে জর্ডান সরকার। এতে করে ইহুদিবাদি দেশটির ওপর নির্ভরশীলতা তৈরির শঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত সোমবার দুবাইয়ে প্রজেক্টটির প্রাথমিক কাগজপত্রে স্বাক্ষর করেন জর্ডানের পানি বিষয়ক মন্ত্রী ও ইসরায়েলের জ্বালানী মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতও চুক্তিটিতে সাক্ষর করে। মূলত, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায়ই চুক্তিটি সাক্ষরিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন