সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে স্বপ্নকে বিস্তারিতভাবে আবহিত করার জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডা. মো: শাহাদাৎ হোসেন, যুগ্ম সচিব ও পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্যিক কার্যক্রমের শুরু থেকেই স্বপ্ন ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদের কাস্টমারদের কাছে সঠিক দামে, সঠিক পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর ছিল এবং এ ব্যাপারে স্বপ্ন কখনোই কোন ছাড় দেয়নি। এই কর্মশালার মাধ্যমে স্বপ্ন তাদের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে ভোক্তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আরও বেশী সচেতন হয়ে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে আরও বেশী কার্যকরী ভূমিকা পালন করবে বলে স্বপ্নের পরিচালনা পর্ষদের বিশ্বাস। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আহমেদ ছাফা, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল মজিদ (উপ সচিব), স্বপ্নের ডিরেক্টর অপারেশনস আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন