শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

হাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ ডিসেম্বর দু’টি প্যানেলের ১৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৭:৫২ পিএম

হজ এজেন্সীজ এসরাসিয়েশন অব্ বাংলাদেশ (হাব) এর দ্বি বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাব কার্যনির্বাহী পরিষদের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক অফিসে বিরতিহীনভাবে হাব সদস্যদের ভোট গ্রহণ কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার বিকেল চার টায় হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ও হাবের বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র হাব নির্বাচন বোর্ডের কাছে দাখিল করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম এ বিষয়টি নিশ্চিত করছেন। অপর দিকে, হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বে ঐক্যফ্রন্টের সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের কাছে জমা দেয়া হয়। হাবের সাবেক নেতা মো. রুহুল আামিন মিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় প্যানেলের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছিল। রাতে হাবের সাবেক ইসি সদস্য মুফতি জুনাইদ গুলজার ইনকিলাবকে জানান, দু’টি প্যানেলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ৭৮ জনের এবং জোনাল কমিটিতে ৬৯ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী ১২ ডিসেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ আগামী ১২ ডিসেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম ইনকিলাবকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ হাব নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন