শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রথম ২ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজস্ব আদায়

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক প্রতিবেদক : শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নিয়মিত অভিযানের ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজস্ব। এনবিআর সূত্রে জানা গেছে দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০ কোটি বেশী শুল্ক আদায় হয়েছে। জুলাই-আগস্ট মাসে এনবিআর আমদানি-রপ্তানি শুল্ক বাবদ ৭ হাজার ৬৮২ কোটি ২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। যেখানে ওই দুই মাসে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৬০২ কোটি টাকা। সংস্থাটির শুল্ক বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানান।
এ বিষয়ে এনবিআরের ওই কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের বাজেটে অন্তত ২০০ পণ্যে ট্যারিফ মূল্যের নূন্যতম সীমা বেঁধে দেওয়া ও আমদানি শুল্ক বৃদ্ধির কারণে শুল্ক আদায়ে এ সাফল্য এসেছে। এর আগে মিথ্যা ঘোষণা দিয়ে কম মূল্যে পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির সুযোগ ছিল। বাজেটে ওই উদ্যোগ নেওয়ার কারণে অন্তত হাজার কোটি টাকা অতিরিক্ত শুল্ক আদায় বেড়েছে। এ ছাড়া বেড়েছে পণ্য আমদানির পরিমাণ।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দেশি শিল্পের স্বার্থ রক্ষার্থে ৭০টি এইচএস কোডের ওপর আমদানি শুল্ক বাড়ানো হয়। একই সঙ্গে ১২টি এইচএস কোডে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে ২ শতাধিক পণ্যের দাম বৃদ্ধি পায়। শুল্ক স্ল্যাব পাঁচ স্তড় থেকে বাড়িয়ে করা হয় ছয় স্তর। বিদ্যমান শুল্ক স্ল্যাব ছিল ০, ১, ৫, ১০ ও ২৫। এটা অব্যাহত রেখে ১৫ শতাংশের একটি নতুন স্ল্যাব সংযোজন করা হয়।
২০১৬-১৭ অর্থবছরে জাতীয় বাজেটে এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হযেছে। এর মধ্যে আয়কর খাতে ৭১ হাজার ৯৪০ কোটি, মূল্য সংযোজন করে (মূসক/ভ্যাট) ৭২ হাজার ৭৬৪ কোটি এবং আমদানি-রপ্তানি শুল্কে ৫৮ হাজার ৪৪৭ কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন