শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সেফহোম আর সেফ নয়

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহীর বায়া সেফহোমে এক নারী প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও তেরজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মিনতী রাণী (৩৫) নামে প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে মিনতী মারা যান। তবে বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। সাতজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলো- পপি খাতুন (১৭), জান্নাতুন খাতুন (১৭), তারা বেগম (৩০), অজুফা বেগম (৫০) ও রহিমা বেগম (২৯), মোমেনা (৫৫) ও আকাশ (১২)। সেফহোমের তত্ত্বাবধায়ক আবু তাহের বলেন, হঠাৎ করেই সাতজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মানসিক প্রতিবন্ধী মিনতী রাণী মারা যান। খাদ্য বিষক্রিয়ায় নয়, তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি। মহিলা-শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র হিসেবে পরিচিত রাজশাহীর বায়া সরকারী ‘সেফহোম’। অভিযোগ উঠেছে, এই সেফহোম আর সেফ নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন