র্যাবের অভিযানে সীতাকু- থানার সলিমপুর থেকে ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমান (৬০) গ্রেফতার হয়েছেন। তিনি খুলনা জেলার ফুলতলা থানার পায়গ্রাম এলাকার মৃত কাজী গোলাম হাসানের পুত্র। তার বাসা সলিমপুর এলাকায়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশ্যুটারগান, দুইটি এলজি, একটি দোনলা বন্দুক, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সলিমপুরে র্যাব এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, কাজী মশিউর রহমান কাছ থেকে উদ্ধার অবৈধ অস্ত্র ছিন্নমুল এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এবং এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য তার দলীয় লোকদের দেওয়ার উদ্দেশ্যে এবং নিজে ব্যবহারের জন্য নিয়ে অবস্থান করছিলেন।
গত ২০১৭ সালের ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র, একটি বিদেশি পিস্তল, ১০টি ওয়ান শ্যুটারগান এবং ৫টি এসবিবিএল ও বিপুল গোলাবারুদসহ সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে কাজী মশিউর রহমানকে গ্রেফতার করেছিল র্যাব-৭। কারাগার থেকে এসে এলাকায় ফের অপরাধে জড়ান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন