সংসদে পাস হওয়া ৯টি বিলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। চলতি একাদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত পঞ্চদশ (২০২১ খ্রিষ্টাব্দের ৫ম) অধিবেশনে পাস হওয়া এসব বিলে গতকাল তিনি সম্মতি দেন। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কোনও বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।
প্রেসিডেন্টের সম্মতি দেওয়া বিলগুলো হলো, বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড ম্যারিটাইম জোনস বিল ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন