শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি নেতা ডা. ডোনার সস্ত্রীক করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার ও তার সহধর্মিণী ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে গতকাল বুধবার কোভিড-১৯ পরীক্ষা করা হলে ডা. ডোনার ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের দুইজনকেই গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা দুজনেই এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। এদিকে ডা. ফরহাদ হালিম ডোনার ও তাঁর সহধর্মিণীর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছে জেডআরএফ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এই তথ্য জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন